Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
cfc monitiring
Details

গ্রেডিং প্রদানের নিমিত্ত গত ১৩/০৯/২০২২ তারিখে পঞ্চগড় পৌরসভার সি.এফ.সি প্রতিষ্ঠানে মনিটরিং করা হয় । এই সময় প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা পরিবীক্ষণ করে কিছু অব্যবস্থাপনা পাওয়া য়ায় যেমন:

  ০১। স্যাঁতসেঁতে পরিবেশে খাদ্য সংরক্ষণ করা ছিল ।

  ০২। শুকনো পণ্য ঘরের তাপমাত্রায় সেলফে সংরক্ষণ করা ছিল না ।

  ০৩। রেকর্ড কিপিং এবং সংশোধনমূলক প্রতিকারের ব্যবস্থা ছিল না ।

  ০৪। বাচ্চাদের খেলার জন্য কোন জায়গা ছিলনা ।

  ০৫। নিরাপদ খাদ্যের উপর Certified খাদ্য কর্মী ছিল না ।

  ০৬। টয়লেট নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ এর স্বাস্থ্যসম্মত উন্নত ব্যবস্থা ছিল না ।

  ০৭। নির্দিষ্ট বিরতিতে সুপেয় পানি পরীক্ষার ব্যবস্থা ছিল না ।

  ০৮। খাদ্য কর্মীদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না ।

 

উপরোক্ত বিষয়গুলো আগামী ০১ মাসের মধ্যে সংশোধন করলে উক্ত প্রতিষ্ঠানটিকে গ্রেডিং এর আওতায় অর্ন্তভুক্ত করা যেতে পারে ।

Images
Attachments
Publish Date
15/09/2022
Archieve Date
24/12/2025